Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

বার্তা

চৌগাছা উপজেলা যশোর জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম উপজেলা। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের অতি সম্ভাবনাময় একটি উপজেলা চৌগাছা। স্বাধীনতার পর হতে উন্নয়নের দিক থেকে দেশে অন্যান্য উপজেলার তুলনায় চৌগাছা উপজেলা পশ্চাৎপদ কিন্তু বিপুল সম্ভাবনাময়। উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে চলেছে দ্রুতগতিতে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প –২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চৌগাছা উপজেলাকে বিকশিত ও আলোকিত করে ডিজিটাল চৌগাছা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নানা প্রতিকূলতাকে উপেক্ষা চৌগাছা উপজেলা পরিষদের ঔকান্তিক প্রচেষ্টায় এই ওয়েব সাইট নির্মাণ করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা পরিষদ অন্যতম। এটি উপজেলা পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজসমূহ সম্পাদনের মূল কেন্দ্রবিন্দু। উপজেলা পরিষদ উপজেলার জনগণের সাথে এবং সরকারের কেন্দ্রীয় অংশের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করে থাকে। তৃণমূল মানুষের জন্য উপজেলা পরিষদ কার্যালয় সবোর্চ্চ প্রশাসনিক গুরুত্ব বহন করে। এ কারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে উপজেলা পরিষদ কার্যালয়ে আগমন করে থাকেন।  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় আজ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর আওতায় দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে ওয়েব পোর্টাল তৈরী করা হচ্ছে। এ ওয়েব সাইটের মূল উদ্যেশ্য হলো, তথ্য প্রাপ্তি ও উপজেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের বিভিন্ন বিভাগের সকল প্রকার তথ্য প্রাপ্তি ও সরকার প্রদত্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যার ফলে চৌগাছার জনগণ উপজেলা পরিষদের সুবিধা ও তথ্যসমূহ ইলেক্ট্রনিক পদ্ধতিতে যে কোন স্থান হতে যে কোন সময়ে তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন। এর ফলে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে উপজেলা পরিষদ কার্যালয়ে জনগণের উপস্থিতির প্রয়োজনীয়তা কমে আসবে। আবার পৃথিবীর যে কোন প্রান্ত থেকে চৌগাছার মানুষ নিজের উপজেলা সম্পর্কে মূহুর্তেই অবগত হয়ে আনন্দিত হবেন। এটি একেবারেই নতুন একটি উদ্যোগ। কম সময়ে এরকম একটি উদ্যোগকে সফল করতে গিয়ে তথ্যবিভ্রাট এবং নানা ধরনের ত্রুটির সম্ভাবনা থেকেই যায়। সে কারণে সময়ের সাথে আপডেট করা, তথ্যভ্রান্তি দূর করে সময়োপযোগী ও প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সাথে সাথে চৌগাছা উপজেলা বাসী এবং সংশ্লিষ্ট সকলের। আমি বিশ্বাস করি, এই ওয়েবসাইট নিঃসন্দেহে দেশের তথ্যপ্রযুক্তিতে একটি নতুন মাত্রা সংযোগ করবে এবং চৌগাছাসহ বিশ্ববাসী এ উপজেলাকে নতুনভাবে জানতে পারবে।

 

মোঃ এনামুল হক

উপজেলা নির্বাহী অফিসার

চৌগাছা, যশোর।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)